ব্রিটিশ তারকার সঙ্গে শ্রাবন্তী
অভিনয়ের চেয়েও তাকে ঘিরে চর্চা হয় মূলত তার ব্যক্তিজীবনকে কেন্দ্র করে। সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ, পোশাক-আশাক এসব নিয়ে বছরজুড়েই আলোচনা-সমালোচনায় থাকেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলে সেখানে ট্রোলের বন্যা বয়ে যায়। কিন্তু এবারের সমালোচনায় আসার কারন একটু ভিন্ন। বুধবার ২৫ জানুয়ারি তাকে দেখা যায় ব্রিটিশ তারকার সঙ্গে।
এ ব্যাপারে শ্রাবন্তী বলেন, ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি। ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনও ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাদেরকে।
সিরিয়াল কিলিংয়ের গল্পে আবর্তিত ছবির চিত্রনাট্য। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। পুরো শুটিংটাই হয়েছে লন্ডনে।
এনবিএস/ওডে/সি


