আবারো নেটিজেনদের কটাক্ষের মুখে শ্রাবন্তী
অভিনয়ের চেয়েও তাকে ঘিরে চর্চা হয় মূলত তার ব্যক্তিজীবনকে কেন্দ্র করে। সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ, পোশাক-আশাক এসব নিয়ে বছরজুড়েই আলোচনা-সমালোচনায় থাকেন শ্রাবন্তী । সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলে সেখানে ট্রোলের বন্যা বয়ে যায়। কিন্তু এবারের সমালোচনায় আসার কারন একটু ভিন্ন।
শ্রাবন্তী তার নিজের ইনস্টাগ্রামে শরীরচর্চা ও ফিটনেস ক্লাসের কিছু ছবি শেয়ার করেছেন। যেসব ছবি দেখে অনেক নেটিজেনরা অবাক হয়েছেন। তার পোস্ট করা ছবিতে দেখা যায়, কাঠের মেঝেতে পাতা যোগাসনের ম্যাট। তার ওপর বসে আছেন শ্রাবন্তী। চেহারা নিয়ে মাঝে মাঝেই কটাক্ষের শিকার হয়েছে নায়িকা। তার ওজন বাড়তির জন্য হাসির পাত্রও হয়েছেন অনেকবার।
অনেক নেটিজেনই তাই মন্তব্য করেছেন, তবে কি শরীরকে ঠিক রাখতেই শরীরচর্চা শুরু করেছেন এই অভিনেত্রী। কিন্তু শ্রাবন্তীর এ প্রচেষ্টাকে যেন কোনো পাত্তা দিচ্ছেন না কিছু অনুরাগী। পোস্ট করা ছবির কমেন্টে একজন লিখেছেন, এমন চুলের পরিপাট্য, ঠোঁটে গোলাপি রং! এত সেজে কি জিমে আসা যায়!
বসার ভঙ্গির কারণেও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। একজন লিখেছেন, আপনি মজা বলতে কী বলতে চেয়েছেন! যদিও কারো কোনো মন্তব্যেরই জবাব দেননি শ্রাবন্তী। এমনিতেও কোনো ট্রলিংয়ে একেবারেই পাত্তা দেন না তিনি।
এনবিএস/ওডে/সি


