অপু বিশ্বাসের পর দেবাশীষ বিশ্বাসের ছবিতে এবার বুবলী

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিলিপ বিশ্বাস তনয় দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। এর  দু’দিন আগে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবির সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি ছবিটির প্রচারে শামিল হন।

নতুন যুক্ত হওয়া সিনেমায় বুবলীর বিপরীতে কোন অভিনেতা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সদ্য সম্পন্ন হওয়া প্রহেলিকা সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা মাহফুজুর রহমান। চয়নিকা চৌধুরীর এই সিনেমার মাধ্যমেই প্রায় এক দশকের আড়াল ভেঙ্গে সামনে এলেন এই অভিনেতা।

জানা গেছে, ‘তুমি যেখানে আমি সেখানে’ নামের নতুন সিনোটি নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন এই সিনেমায় মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। আর এতে ব্যবহৃত গানের কথা লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন শ্রী প্রিতম। আবহ সংগীতে থাকবেন ইমন সাহা।

নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে বুবলী বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্য। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।

এই প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস গণমাধ্যমে বলেন, নতুন এই সিনেমাটির গল্প কিছুটা নারীকেন্দ্রিক। আর প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এ চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানায়। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ হওয়ার পর ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। তাকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।

এনবিএস/ওডে/সি

news