এক ধাক্কায় কমে গেল বয়স!

একের পর এক নিজের রূপের আলো ছড়িয়েই যাচ্ছেন। জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লুক চেঞ্জ করে ভক্তদের নতুন নতুন চমক দেন এই অভিনেত্রী। নিজেকে নতুন করে মেলে ধরার কৌশল যেন থামছেই না।

তার লম্বা চুল কেটে একেবারে পাল্টে দিয়েছেন তার চেহারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন একের পর এক ছবিও। শ্রাবন্তীকে এই নতুন লুক দিয়েছেন টলিউডের হেয়ার স্টাইলিস্ট জলি চন্দা।

শ্রাবন্তীর এই নতুন লুক দেখে তার ভক্তদের মধ্যে অনেকেই লিখেছেন, নায়িকাকে একেবারে মায়ার বাঁধন ছবির ছোট্ট শ্রাবন্তী মনে হচ্ছে। কেউ কেউ আবার সমালোচনাও করেছেন। তবে একটি কথা সবাই স্বীকার করেছেন, শ্রাবন্তীকে দেখে চেনা দায়!

এনবিএস/ওডে/সি

news