মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা
এক সময় শো-বিজে প্রচন্ড ব্যস্ত সময় পার করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটকপাড়ার পরিচালকদের সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হতো তার শিডিউল পাওয়ার জন্য। কিন্তু এখন তাকে পর্দায় একদমই দেখা যায় না। দিন দিন নিজেকে গুটিয়ে নিচ্ছেন তিনি। এই অভিনেত্রী এখন পরিবার নিয়েই ব্যস্ত থাকেন।
সামাজিক মাধ্যমে নিয়মিতই সরব প্রভা। হাতে কাজ না থাকায় অনেক ফাঁকা সময় তার। তাই দেশ-বিদেশের নানান ঘুড়ে বেড়াচ্ছেন তিনি। আর সেসব মুহূর্তের ছবি ভিডিও ফেসবুক-ইন্সটাগ্রামে নিয়মিতই পোস্ট করেন এই অভিনেত্রী। কিন্তু শুক্রবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেলো একটি ব্যতিক্রম পোস্ট। যেখানে প্রভা জানিয়েছেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তার মানসিকভাবে ভেঙ্গে পড়ার কারণও সামাজিক মাধ্যম। প্রভার দাবি, টিকটকে তার নিজের কোনও অ্যাকাউন্ট নেই। তার নামে যতগুলো প্রোফাইল রয়েছে, তার সবগুলোই ভুয়া। তাই এগুলো মুছে দেওয়ার জন্য সবার সহযোগিতাও চাইলেন তিনি।
একটি ভুয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন, আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইবো। টিকটক প্লাটফর্মে আমার কোনও আইডি নাই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে, এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিই আমার ভালো চান, শুভাকাক্সক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।
মানসিক অবস্থার কথা উল্লেখ করে তিনি লেখেন, এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনও সৎ উদ্দেশ্য নেই। বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য নয়। আপনারা আমাকে সাহায্য করুন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।
ভুয়া প্রফাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন তিনি। আরো কিছুদিন সেখানে ঘুরে বেড়াবেন এই অভিনেত্রী। এরপর দেশে ফিরে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানিয়েছেন প্রভা।
এনবিএস/ওডে/সি


