বাসন্তী আমেজে জয়া আহসান
বাংলা পঞ্জিকা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বসন্ত না এলেও এরমধ্যেই চারিদিকে ছেয়ে গেছে বসন্তের রঙে। ফুলের বাগান, গাছপালা ছেয়ে গেছে পত্র পল্লবে। শুধু প্রকৃতি নয়, ফাগুনের এই আগুন রঙ যেন রাঙিয়ে গেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকেও। এমন চিত্রই দেখা গেলো সামাজিক মাধ্যমে।
১২ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। সেখানে দেখা গেছে বাসন্তী রঙের শাড়ি পরে নানান ঢংয়ে পোজ দিয়েছেন ক্যামেরায়। তার এমন সাজে যে কারোই মনে পরে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা- ‘বাসন্তী রং শাড়ি পোরো/ খয়ের রঙের টিপ। সাঁঝের বেলায় সাজবে যখন/ জ্বালবে যখন দীপ।
শাড়ির সঙ্গে পিঠ খোলা ব্লাউজে উষ্ণতা ছড়াচ্ছিলেন এই অভিনেত্রী। কমতি ছিলো শুধু কপালের টিপ। তবুও তার এমন ছবি অন্তর্জালে ভক্তদের মনে দীপ জ্বালিয়ে দিয়েছে। রুপের আলোয় আলোকিত হয়েছে অনুরাগীদের হৃদয়। তারই প্রমাণ মিললো ছবির কমেন্ট বক্সে।
মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। আবার কেউ কেউ বলছেন, জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে। এজন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। এরমধ্যে এক মন্তব্যকারী লিখেছেন, ‘আপনাকে নিয়ে আর পারিনা। কেন যে এমন ছবি দেন!’, সজিব নামের এক ভক্ত লিখেছেন, ‘জয়া মানেই বাংলার প্রাচীন সুন্দর।’
এদিকে, জয়া আহসান নাম লিখিয়েছেন বলিউডের সিনেমায়। ‘করক সিং’ নামের এই সিনেমাটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। ইতোমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির শুটিং পর্ব। এখানে জয়ার বিপরীতে অভিনয় করবেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এনবিএস/ওডে/সি