‘দাঙ্গা’র অপেক্ষায় সুচরিতা
বাংলাদেশের চলচ্চিত্রে ‘দাঙ্গা’ একটি সফল নাম। কাজী হায়াৎ পরিচালিত ১৯৯২ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছিলেন প্রয়াত নায়ক মান্না। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী সুচরিতা। এ সিনেমা মুক্তির ৩০ বছর পেরিয়ে যাওয়ার পরও আরেকটি ‘দাঙ্গা’র অপেক্ষায় রয়েছেন তিনি। কারণ, তার দীর্ঘ ক্যারিয়ারে ‘দাঙ্গা’র মতো সারা আর কোনো সিনেমায় পাননি এই অভিনেত্রী।
সুচরিতা বলেন, ত্রিশ বছর আগে দাঙ্গা সিনেমায় অভিনয় করেছিলাম। সিনেমার গল্প, সবার আন্তরিক অভিনয় এবং পরিচালকের নির্দেশনা সব মিলিয়ে অনবদ্য হয়েছিল। দর্শক দাঙ্গা সিনেমা দেখার জন্য হলে হলে ভিড় করেছিল। তখন তো আসলে সিনেমা হলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথও ছিল না। তাই দর্শকও হলে গিয়ে সিনেমা উপভোগ করতেন। মনে আছে সেই সময় ফজলে আহমেদ বেনজীর ভাইয়েরও একটি সিনেমা মুক্তি পেয়েছিল।
তিনি আরো বলেন, এখনো নানা অনুষ্ঠানে বা কোথাও দর্শকের সঙ্গে দেখা হলে কথা হলেও দাঙ্গা সিনেমার কথা বলে থাকেন। পাশাপাশি হাঙ্গর নদী গ্রেনেড সিনেমাসহ আমার অনেক সিনেমার কথাই দর্শক বিশেষভাবে উল্লেখ করে থাকেন। দর্শকের এখনো যে আমার অভিনীত সিনেমাগুলোকে ঘিরে তাদের মধ্যে ভালোলাগা কাজ করে, একজন অভিনেত্রী হিসাবে যেন এটাই আমার অনেক বড় প্রাপ্তি। এ ভালোবাসা নিয়ে এখনো কাজ করে যাচ্ছি।
এনবিএস/ওডে/সি