মুক্তি পাচ্ছে না সালমান শাহ নির্ভর ‘বুকের মধ্যে আগুন’ ওয়েবসিরিজ
ওটিটি মাধ্যম হইচই-এর নির্মাণাধীন ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ নিয়ে জটিলতা শুরু হয়েছে। এর গল্পের সঙ্গে প্রয়াত অভিনেতা সালমান শাহ’র জীবনের কিছু ঘটনার মিল রয়েছে এমন দাবি করে আইনের দ্বারস্থ হয়েছে তার পরিবার। তাদের আপত্তির মুখে অনিশ্চিত হয়ে পড়েছে সিরিজটির ভবিষ্যৎ। জানা গেছে, পূর্ব নির্ধারিত ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না সিরিজটি।
পরবর্তীতে আদৌ মুক্তি পাবে কিনা, পেলেও কবে পাবে তা এখনো নিশ্চিত নয়। তবে হইচই’র পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওয়েব সিরিজটির এখনো কাজ শেষ হয়নি। সেগুলো শেষ করে মুক্তি দেওয়া হবে। তবে কবে নাগাদ মুক্তি দেওয়া হবে তা নিশ্চিত করেনি তারা।
৫ ফেব্রুয়ারি সালমান শাহ’র পরিবারের পক্ষ থেকে প্রযোজনা প্রতিষ্ঠান হইচই’কে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমানের মামা আলমগীর কুমকুম। সেখানে দাবি করা হয়েছে, এটি সালমান শাহকে নিয়ে নির্মাণ করা হয়েছে। মুক্তি বন্ধ না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে সিরিজের নির্মাতা তানিম রহমান অংশু দাবি করেছেন, সিরিজের সঙ্গে সালমান শাহর কোনো সম্পর্ক নেই।
এর আগে জানুয়ারিতে ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের গল্পের ধারণা দিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলো ‘হইচই’। সেখানে বলা হয়েছিলো, ‘নব্বইয়ের দশকের এক তারকার রহস্যজনক মৃত্যু দেশের মানুষকে স্তব্ধ করে দেয়। যদিও বলা হয়, এটি আত্মহত্যা, কিন্তু অনেকের বিশ্বাস, এটি হত্যাকাণ্ড। তার মৃত্যুরহস্য উদঘাটনে নামেন এক পুলিশ কর্মকর্তা। এরপর কী ঘটবে?’ সেসময় গল্পের প্রেক্ষাপট জেনে সামাজিক মাধ্যমে অনেকেই বলেছিলেন, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুরহস্য নিয়েই নির্মাণ হচ্ছে সিরিজটি।
আলোচিত এই সিরিজে গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব; নব্বইয়ের আলোচিত ওই অভিনেতার চরিত্রে কে থাকছেন, তা এখনো খোলসা করেননি নির্মাতা তানিম রহমান এবং হইচই।
এনবিএস/ওডে/সি


