১৩ বছর পর এলো ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’
কন্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের ব্যান্ড দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৯ সালে। সেসময় এ অ্যালবামের সবগুলি গানই ব্যাপক জনপ্রিয়তা পায়। শ্রোতাদের চাহিদার কথা ভেবে তারাও ঘোষণা দিয়েছিলো দ্বিতীয় অ্যালবাম প্রকাশের। অবশেষে ১৩ বছর পর প্রকাশ করা হলো তাদের দ্বিতীয় অ্যালবাম ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’। তাদের প্রথম অ্যালবামের নাম ছিলো ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’।
গত দুই বছর ধরে কোক স্টুডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অর্ণব। এর ফাঁকে ফাঁকে শেষ করেছেন দ্বিতীয় অ্যালবামের কাজ। এবারের অ্যালবামটি সাজানো হয়েছে ৮টি গান দিয়ে। এগুলোর শিরোনাম- ‘আধখানা’, ‘আমায় ধরে রাখো’, ‘চাই না ভাবিস’, ‘হোক কলরব’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘রাস্তায়’, ‘সে যে বসে আছে’ ও ‘স্বপ্ন’। ইতোমধ্যে অ্যালবামটি আন্তর্জাতিক সংগীত বিষয়ক অনলাইন প্লাটফর্ম স্পটিফাইয়ে অবমুক্ত করা হয়েছে।
কোক স্টুডিওর প্রথম সিজনে অর্ণব তার পুরো দল নিয়েই কাজ করেছেন। কিন্তু দ্বিতীয় সিজনে থাকছেন না সংগীত শিল্পী পান্থ কানাই। এর আগে তাকে দিয়েই সিজন ১-এর প্রথম গানটি এসেছিল।
এনবিএস/ওডে/সি