ঢাকার ছবিতে স্কটল্যান্ডের অভিনেতা

নির্মাতা শফিক হাসানের নতুন ছবি ‘ফ্রড-দ্য বাটপার’-এ যুক্ত হয়েছেন স্কটল্যান্ডের অভিনেতা শরীফ আহমেদ। তিনি ইতোমধ্যে সেখানকার একটি সিনেমায় অভিনয় করেছেন। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে আসন্ন রমজানে তিনি বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন নির্মাতা। শরীফ জন্মসূত্রে স্কটল্যান্ডের বাসিন্দা হলেও তার পিতামাতা ঢাকার মোহাম্মদপুরে থাকতেন।

এ ছবিতে শরীফ আহমেদের বিপরীতে দেখা যাবে ‘বিজলী’খ্যাত অভিনেত্রী ইয়ামিন হক ববিকে। নির্মাতা জানিয়েছেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা রয়েছে। এর কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

এই সিনেমায় একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর চরিত্রে অভিনয় করবেন ববি, যার পুরো পরিবার ইতালিতে থাকলেও দেশপ্রেমের কারণে সে বাংলাদেশেই থাকে। নতুন সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দ্বিতীয়বারের মতো শফিক ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। গল্পটা দেশপ্রেমের ওপর। আমার খুব ভালো লেগেছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদেরও পছন্দ হবে।’

গত সপ্তাহেই নাম ঠিক না হওয়া নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ববি। এছাড়া ‘মেঘনা কন্যা’ নামের একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতোমধ্যে শেষ করেছেন ‘পাপ-পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামের দুটি সিনেমার শুটিং। মার্চ মাসের প্রথম সাপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাষ্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি।

এনবিএস/ওডে/সি

news