ডেটিং অ্যাপে স্বস্তিকা!

পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার অভিনয় ক্যারিয়ার অনন্য স্থানে নিয়ে গেলেও সংসারজীবনে একেবারেই বিমুখ তিনি। গ্ল্যামার জগতে পা রেখে মাত্র ১৮ বছর বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। বেঁধেছিলেন সংসারও। কিন্তু দুই বছর পার না হতেই ভেঙ্গে যায় সেই সংসার।

সংসার জীবনে এক কন্যা সন্তানের মা হন তিনি। বিচ্ছেদের পর মেয়ে অন্বেষাকে সঙ্গে নিয়েই শ্বশুরবাড়ি ছেড়েছিলেন স্বস্তিকা। এরপর কেটে গেলো ২৩ বছর। এই দীর্ঘসময় বেশ কয়েকবার প্রেমের সম্পর্কে জড়ালেও কাউকে বিয়ে করেননি তিনি। তার জীবনের একাকিত্ব ঘোচাতে যথেষ্ঠ চেষ্টাও করেছিলেন অন্বেষা। মাকে বিয়ে করাতে অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি স্বস্তিকাকন্যা।

স্বস্তিকার প্রেম-বিয়ে নিয়ে নিয়মিত চর্চা হয় সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে। এর মধ্যে ডেটিং অ্যাপে স্বস্তিকাকে পাওয়ায় শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠেছে, তবে কি সারাজীবন ডেট করেই কাটাতে চান অভিনেত্রী? সে প্রশ্নের উত্তরও জানিয়েছেন তিনি।

একটি এফএম রেডিও অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, মুম্বাইয়ে থাকাকালীন সময়ে ডেটিং অ্যাপ ‘হিন্জ’-এ স্বস্তিকার নামে একটি প্রোফাইল খোলা হয়। কিন্তু তা তিনি খোলেননি। এটি খুলেছে তার মেয়ে অন্বেষা। কারণ সে তারন মায়ের একাকিত্ব ঘোচাতে চায়।

প্রায় সব বিষয়েই স্পষ্টবাদী স্বস্তিকা। প্রেমে পড়ার কথা হোক বা পুরনো সম্পর্ক কোনো কিছু নিয়েই তার লুকোচুরি নেই। একটা সময় অভিনেতা পরমব্রত, জিৎ থেকে সৃজিত-সুমনের মতো পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে তার।

এনবিএস/ওডে/সি

news