নুসরাতের সঙ্গে জড়ালো মিকা সিং-এর নাম

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান বেশ কয়েক বছর ধরেই রয়েছেন চর্চায়। সর্বশেষ নিখিল জৈনর সঙ্গে বিচ্ছেদ, অভিনেতা যশ দাশগুপ্তর সন্তানের মা হওয়াসহ বেশকিছু ব্যক্তিগত বিষয় নিয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বর্তমানে যশের সঙ্গে লিভিংয়ে আছেন এই অভিনেত্রী। কিন্তু এরমধ্যেই তার নামের সঙ্গে জড়ালো বলিউডের প্রথম সারির গায়ক মিকা সিংয়ের নাম।

সম্প্রতি বসিরহাটে একটি কনসার্টে গিয়েছিলেন মিকা সিং। সেখানে উপস্থিত হয়েছিলেন নুসরাত জাহান। অভিনেত্রীকে সামনে দেখে মঞ্চে ডেকে নেন মিকা। এরপর নুসরাতের উদ্দেশ্যে ‘ম্যাড আই অ্যাম ম্যাড’ শিরোনামের জনপ্রিয় গানটি গেয়েছিলেন এই শিল্পী। নুসরাতও গানের তালে শরীর দুলিয়েছেন। উপস্থিত সকলের অনুরোধে নিজেও গান গেয়েছেন।

এরপর সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে মিকা সিংকে ভালোবাসা জানিয়েছেন নুসরাত। এতেই নেটিজেনদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন এই সাংসদ। ভিডিওর কমেন্ট বক্সে গায়ককে জড়িয়ে নানান কথা লিখছেন মন্তব্যকারীরা

 এনবিএস/ওডে/সি

news