উরফির ড্রেস নিয়ে পালাল উবার চালক

বলিউড অভিনেত্রী উরফি জাভেদ অভিনয় দিয়ে আলোচনায় না আসতে পারলেও ব্যাক্তিগত জীবন ও খোলামেলা পোশাক-পরিচ্ছদের কারনে বরাবরই খবরের শিরোনাম হচ্ছেন। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে কটাক্ষ, উপহাস, বিদ্রুপ চলতে থাকে প্রতিনিয়তই। পোশাকের কারণে বেশ কয়েকবার থানায়ও যেতে হয়েছে তাকে। এবার তার পোশাক নিয়েই পালিয়ে গেল উবার চালক।

সম্প্রতি অ্যাপ ক্যাবে বিমানবন্দরে যেতে ৬ ঘণ্টার জন্য উবারের গাড়ি বুক করেছিলেন উরফি। মাঝরাস্তায় প্রচন্ড ক্ষুধা লাগে তার। গাড়ি থামিয়ে খেতে নামার পর তার মালামাল নিয়ে পালিয়ে যায় চালক। সেখানে দুটো লাগেজ ভর্তি ছিল তার প্রিয় পোশাক। সঙ্গে সঙ্গেই এক বন্ধুকে ফোন করে সাহায্য চান তিনি। সেই ব্যক্তির হস্তক্ষেপে উবার চালক ফিরে আসেন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ অভিজ্ঞতা প্রকাশ করেছেন উরফি নিজেই। সেখানে তিনি লিখেছেন, ‘আমার বন্ধুর কড়া কথা শুনে সেই চালক ১ ঘণ্টা পর ফিরে আসে। মদ খেয়ে মাতাল ওই ব্যক্তি হাঁটতেই পারছিল না, টলতে টলতে মিথ্যা বলছিলো। সে নাকি লোকেশনেই অপেক্ষা করছিল। এ দিকে আমরা দেখেছি আমাদের অবস্থান থেকে এক ঘণ্টার দূরত্বে সে (চালক) গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমি ফোন করে করে কিছু করতে পারিনি। আমার বন্ধুকে বলাতে কাজ হলো।’

নেটিজেনরা বরাবর তাকে কটাক্ষ করলেও এই পোস্টের নিচে জানিয়েছেন সহ-মর্মিতা। অ্যাপ ক্যাবে উঠে নিজেদের দুর্ভোগের কথাও বলেন অনেকে।

এনবিএস/ওডে/সি

news