ক্ষমা চাইলেন অরিজিৎ সিং

কলকাতায় নিজের কনসার্ট করলেন অরিজিৎ সিং। সারা শহর সেই কনসার্টেই আচ্ছন্ন বিগত কয়েকদিন।

অরিজিতের বাংলা গানের প্রতি ভালোবাসা, সহশিল্পীর প্রতি সহমর্মিতায় মুগ্ধ শহর কলকাতায় ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কনসার্টের ভেন্যু নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছিল নানা বিতর্ক। ইকো পার্ক এই কনসার্টের অনুমতি না দেওয়ায় শেষমেষ অরিজিতের কনসার্ট হয় অ্যাকোয়াটিকায়। কনসার্টের জায়গায় সেদিন প্রশ্ন ওঠে নানা অব্যবস্থা নিয়ে। যদিও অরিজিতের গানে সম্মোহিত অনুরাগীরা সেই সবই ভুলে যায়। তবে এবার সেই অব্যবস্থা নিয়ে মুখ খুললেন অরিজিৎ নিজেই।

কনসার্টে উপস্থিত শ্রোতাদের ভালোবাসায় আপ্লুত হয়ে অরিজিৎ জানান, কলকাতা, আমি দুঃখিত যে, ভেন্যু থেকে প্রায় এক কিলোমিটার দূরে আপনাদের গাড়ি পার্ক করতে হয়েছিল। এত ভিড় সামলাবার মতো টোটো বা অটোও ছিল না। আমি দুঃখিত, আপনাদের একটা অস্বাস্থ্যকর জায়গায় বসে থাকতে হয়েছে। মশার কামড় খেতে হয়েছে। আমি দুঃখিত যে, ভলান্টিয়াররা অনেক মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, যেন সেটাই তাদের করতে বলা হয়েছে।

তিনি আরও লিখেন, আমার হৃদয়জোড়া ভালোবাসা। আমি চেষ্টা করব আগামীতে এর থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে দিতে পারি। সবাই ভালো থেকো।

এনবিএস/ওডে/সি

news