নামাজ পড়ে বিতর্কে রাখি
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত আর বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কিছুদিন আগে আদিল খান দুরানিকে বিয়ে করার কথা প্রকাশ্যে এনে জন্ম দিয়েছেন নতুন সমালোচনার। এরপর থেকে একেক দিন একেক রকম আচরণ করছেন তিনি। এতে তাকে নাটবাজ বলেও অনেকে আখ্যা দিয়েছেন।
আদিলকে বিয়ে করার জন্য ধর্ম বদলে মুসলিম হয়েছিলেন রাখি। সেসময় হিজাব পরতেও দেখা গিয়েছিল তাকে। এবার নামাজও পড়তে দেখা গেল। ইতোমধ্যে রাখির নামাজ আদায়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আর তাতেই বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। ভিডিওতে রাখির নামাজ পড়তে দেখা যাচ্ছে। কাঁদতে কাঁদতে নামাজ পড়ার পাশাপাশি সেটা রেকর্ডও করেছেন অভিনেত্রী। কিন্তু নেটিজেনদের নজর আটকেছে তার হলুদ নেলপলিশ লাগানো সযত্নে বড় করা নখগুলো। আর তাতেই কটাক্ষের শিকার হন তিনি।
এক নেটিজেন ক্ষুব্ধ হয়ে মন্তব্য করেছেন, নেলপলিশ পরে কেউ নামাজ পড়ে না, যখন প্রার্থনা করছেন তখন সেটা ঠিক করে করুন। ভিডিও না বানিয়ে আল্লাহর সঙ্গে নিজের দুঃখ শেয়ার করুন।
আরেক নেটিজেন লিখেছেন, আপনার নিত্যদিনের নাটক দেখে বিরক্ত। এবার এসব বন্ধ করেন।
রাখি এর আগে দাবি করেছিলেন, আদিল নাকি তাকে জোর করতেন নামাজ পড়ার জন্য। গত বছর গোপনে বিয়ে করেছিলেন তারা। আদিলের স্ত্রী হওয়ার জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন রাখি। নাম বদলে রেখেছিলেন রাখি সাওয়ান্ত ফাতিমা। বিষয়টা নিয়ে এর আগে লাভ জিহাদ প্রসঙ্গও উঠেছিল। সেসময় তিনি বলেছিলেন, আমি এখন একজন মুসলমান। স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি।
এনবিএস/ওডে/সি


