রায়হান রাফির বিরুদ্ধে নকলের অভিযোগ
নির্মাতা রায়হান রাফি ইতোমধ্যে তারকাখ্যাতি অর্জন করেছেন। ‘পোড়ামন-২’ ও ‘পরাণ’- এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়ে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। গত বছরের শেষদিকে তার ‘দামাল’ সিনেমাটি মুক্তি পায়। স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি সিনেমাটিতে গল্প বাছাইয়ের জন্য প্রশংসিত হয়েছেন পরিচালক। কিন্তু এবার তার বিরুদ্ধে উঠলো নকলের অভিযোগ।
শিগগিরই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’। সম্প্রতি সামাজিক মাধ্যমে এর পোস্টার প্রকাশ করা হয়েছে। এরপরই ভিনদেশি এক সিনেমা ও এক ওয়েব সিরিজের পোস্টারের নকল বলে আলোচনা চলছে।
‘ফ্রাইডে’-র পোস্টারের সঙ্গে মিল পাওয়া গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান সিনেমা ‘প্যারাসাইট’ ও ২০২১ সালে মুক্তি পাওয়া ভারতীয় ওয়েব সিরিজ ‘হাউস অব সিক্রেট’ এর সঙ্গে। সঙ্গত কারণে অনেকে ভাবছেন, হয়তো ‘ফ্রাইডে’ সিনেমার গল্পেও নকলের ছাপ থাকতে পারে। এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে রায়হান রাফির ফোন বন্ধ পাওয়া যায়।
এর আগে তার আরেক ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’-র টিজারে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ড মিউজকের বিরুদ্ধেও নকলের অভিযোগ উঠেছিলো। সেসময় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে রাফি বলেছিলেন, তিনি মূল সঙ্গীতটি থেকে অনুপ্রাণিত হয়ে এই মিউজিকটি তৈরি করেছেন।
এনবিএস/ওডে/সি