সেলফি তুলে বিশ্বরেকর্ড করলেন অক্ষয়

ভক্তদের সাথে কম সময়ে সর্বোচ্চ সেলফি তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখালেন অক্ষয় । ‘সেলফি’ সিনেমার প্রচারে গিয়ে সেলফি কাণ্ড ঘটিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি ভেঙেছেন সেলফি তোলার আগের রেকর্ড। বুধবার এই ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন এই অভিনেতা।

আর এই নতুন ‘সেলফি কিংয়ের’ হাতে সনদ তুলে দিয়েছে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ।

এই রেকর্ড গড়তে পেরে ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে অক্ষয় বলেন, এটি ভক্তদের প্রতি তার বিশেষ শ্রদ্ধা ছিল, যারা সর্বদা আমাকে নিস্বাথ সমর্থন করেন এবং ভালোবাসেন। এই অনন্য বিশ্ব রেকর্ড ভাঙ্গতে এবং আমার ভক্তদের সঙ্গে এই মুহুর্তে  ভাগ করে নিয়ে আমি আনন্দিত। আমি এখন পর্যন্ত যা অর্জন করেছি এবং আমার জীবনের এই মুহুর্তে আমি যেখানে আছি, তা আমার ভক্তদের জন্য। তারা আমার পুরো ক্যারিয়ারে আমার কাজের পাশে দাড়িয়েছে তা স্বীকার করে নিয়ে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর এটাই ছিল আমার উপায়।

এর আগে রেকর্ডটি ছিল ডোয়াইন জনসনের (যিনি রেসলিংয়ের ময়দানে রক নামেই বেশি পরিচিত) দখলে। তিনি লন্ডনে ২০১৫ সালে তিন মিনিটে ১০৫টি সেলফি তুলেছিলেন।

এনবিএস/ওডে/সি

news