‘যাযাবর’ আরজুর সঙ্গী এবারও শিরিন শিলা

এই জুটির এটি হলো তৃতীয় ছবি। এর আগে তারা অভিনয় করেছে আনোয়ার শিকদার পরিচালিত ‘ভালোবাসি তোমায়’ এবং নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ট্রিপ’। কিন্তু নায়ক আরজুর পরিচয় ছিল তিনি কেবল রোমান্টিক ছবিতেই কাজ করেন। সেটা ভেঙ্গে দিয়ে এবার আসছেন অ্যাকশন নায়ক হয়ে। তাজু কামরুল পরিচালিত ‘যাযাবর’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাবে নানা ধরনের অ্যাকশন দৃশ্যে।

তিনি জানিয়েছেন, যাযাবর একটি অ্যাকশনধর্মী ছবি হলেও তাতে একটি রোমান্টিক ধারাও আছে। যেহেতু এটি একটি পারিবারিক গল্প সেহেতু তাতে রয়েছে হৃদয়স্পর্শী সংবেদনশীলতা।

এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘এবারই প্রথম রোমান্টিক ইমেজ ভেঙে অ্যাকশন চরিত্র নিয়ে হাজির হচ্ছি। এ চরিত্রটি আমার কাছে বিশেষ এবং চ্যালেঞ্জের। তাই সেভাবে নিজেকে তৈরিও করেছি। নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আছি। ‘যাযাবর’-এ আমার কো আর্টিষ্ট শিরিন শিলা। তার সঙ্গেএর  আগেও কাজ করেছি। ‘ভালোবাসি তোমায়’ নামের একটি সিনেমার শুটিং করছি। এটাতেও আমার কো আর্টিষ্ট শিলা। নতুন সিনেমায় আমাদের অভিজ্ঞতা উপভোগ্য হবে প্রত্যাশা করছি।’

নতুন সিনেমা প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘সিনেমার গল্পটি চমৎকার। আমার চরিত্রটিও মনে রাখার মতো। আমি তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি সিনেমার অফার পেয়ে আসছিলাম। কিন্তু মনের মতো গল্প ও চরিত্র পাচ্ছিলাম না। এই সিনেমাটির মাধ্যমে পেয়েছি। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সব উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে।’

কমল সরকারের কাহিনী ও সংলাপে ছবিটি নির্মিত হচ্ছে ইউর ভিশনের ব্যানারে। ছবিটি প্রযোজনা করছেন মনিরুল ইসলাম। এতে আরজু-শিলা ছাড়াও আরও অভিনয় করবেন রুবেল, মিশা সওদাগর, শাহনুর, কাজী হায়াৎ, শিরিন আলম, তুষার খান, বড়দা মিঠু প্রমুখ। তপন আহমেদের চিত্রগ্রহণে এই ছবিতে সঙ্গীত পরিচালনা করবেন এস আই শহীদ, নৃত্য পরিচালনায় থাকবেন জাকির ও মাইকেল বাবু- রতন।

প্রযোজনা সংস্থা জানায়, ১৩ মার্চ থেকে খাগড়াছড়ির প্রাকৃতিক লোকেশনে ছবিটির দৃশ্য ধারনের কাজ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে কক্সবাজার, মানিকগঞ্জ, গাজীপুর ও সবশেষে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং হবে এই সিনেমার।

এনবিএস/ওডে/সি

news