অবিকল যেন শাহরুখ খান! নেট পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছেন কিং খানের ‘জুড়ুয়া’

এক ঝলক দেখলেই চমকে উঠছেন নেট দুনিয়ার মানুষ, কে ইনি? শাহরুখ খান (Shahrukh Khan)? মুখের আদলে মিললেও শাহরুখ নয়, তবে কি শাহরুখের যমজ (Shahrukh Doppelganger) কেউ? তাও নয়, এখানে গল্পটা একটু আলাদা। সেই গল্পেই মজে আছেন নেটিজেনরা।
প্রথমেই জানা যাক, যে ব্যক্তির ছবি নিয়ে এত রহস্য সেই ব্যক্তির আসল পরিচয়। ইনি হলেন সাধারণ ঘরের ছেলে, নাম ইব্রাহিম কাদ্রি। শাহরুখের (Shahrukh Khan) মত সাজা বা তাঁকে নকল করা কোন নতুন গল্প নয়। বহু মানুষই তাঁর নকল করেন। কেউ পেটের টানে, তো কেউ শখে, কেউবা আবার ভালোবাসার থেকে।
তবে ইব্রাহিম কাদ্রিকে দেখতেই একেবারের হুবুহ শাহরুখ খানের মত। সুপারস্টারের সঙ্গে দেখতে মিল থাকায় তাঁর যেমন পরিচিতি বেড়েছে, তেমনই পড়তে হয়েছে নানান বিপদেও। সম্প্রতি, শাহরুখের এই ‘যমজ’ ভাইয়ের গল্প প্রকাশ্যে এনেছেন ‘ হিউম্যানস অফ বম্বে ‘ নামে এক সোশ্যাল মিডিয়া পেজ।
 কী বলছেন ইব্রাহিম? তাঁর কথায়, “ছোট থেকেই আমাকে শাহরুখ খানের মত দেখতে। যত বড় হয়েছিল ততই মিল বেড়েছে। এই নিয়ে বন্ধুদের কাছেও অনেক সময় ঠাট্টার পাত্র হতে হয়েছে।” তাঁর সঙ্গে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার মধ্যে দু’একটি তুলে ধরেছেন তিনি। তিনি বলেন, ” শাহরুখ খানের রইস সিনেমা দেখতে গিয়ে বিপদে পড়তে হয়েছে। সেই সময় কেউ আমার ছবি তুলে পোস্ট করে লিখেছিল শাহরুখ খান প্রিমিয়ার দেখতে এসেছেন।” অনেকেই তাঁকে শাহরুখ খান ভেবে বা এমনই ছবি তুলতে চান যাতে তিনি রীতিমতো বিব্রত হন বলেও জানান।

সম্প্রতি আরও একটি এমনই ঘটনা ঘটেছে। গুজরাতের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে দর্শকদের ভিড়ে পড়তে বিপত্তি ঘটে বলেও জানান তিনি। তাঁর কথায়, তাঁকে দেখেই অনেকে ক্যামেরা বার করে ছবি তুলতে শুরু করেন। এমনকি শাহরুখ খানের বিখ্যাত সিনেমার ডায়লগ বলছিলেন অনেকেই। অনুরোধ আসছিল, ‘প্লিজ স্যার একটা সেলফি… খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news