যোগী সচিবালয় কর্মচারীদের কাজ সহজ করার জন্য কী নির্দেশ দিলেন?

 শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সচিবালয় প্রশাসন বিভাগের  কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেন, সেখানে তিনি তাঁদের উদ্দেশ্যে অনেক বক্তব্য রেখেছেন, দিয়েছেন নানান নির্দেশও। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে সচিবালয় প্রশাসন মোট ৯৩ টি বিভাগ পরিচালনার কাজ করছে। তিনি বলেন, কাজকে আরও সহজ করে তুলতে হবে। সেই সঙ্গে কর্মীদের আরও ভালো কাজে কাজ করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি পরিষেবা ভালো ভাবে পান সেদিকে নজর দিতে হবে। মানুষের যে কোনও অসুবিধা বা কোনও অভিযোগ পত্র, বা অন্য কোনও ধরনের সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু করতে হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল পোর্টাল, ক্যাবিনেট, ই-অফিস, প্রোটোকল পোর্টালের সুবিধা যাতে সব মানুষ পান ,সেদিকে নজর দিতে হবে। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news