হরিয়ানার নুহ-গুরুগ্রামে গোষ্ঠী সংঘর্ষ, নেপথ্যে রয়েছে যেসব কারণ

হরিয়ানার নুহতে বিশ্বহিন্দু পরিষদের মিছিলকে কেন্দ্র করে গণ্ডগোল গোষ্ঠী সংঘর্ষের রূপ নিয়েছে। মিছিলকে থামানোর চেষ্টা করতেই সংঘর্ষ লিপ্ত হন সদস্যরা। এই ঘটনায় দুই হোমগার্ডসহ চারজন নিহত হন। সংঘর্ষের পরই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা, যাতে উত্তেজনা ছড়াতে না পারে, তার জন্য বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়া হয়। 

তা সত্ত্বেও এই সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে নুহ থেকে গুরুগ্রামে। নিহতদের তালিকায় যেমন নীরজ গুরসেবক নামে দুই হোমগার্ড রয়েছেন, রয়েছেন মৌলানা মহম্মদ নামে একজন ইমামও। হরিয়ানা সরকার অতিরিক্ত বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে। পাঠানো হয়েছে বিমানবাহিনীও। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি 

news