৭৫০০ গ্রামের মাটি দিয়ে দিল্লির কর্তব্য পথে বৃক্ষরোপন, বাংলা কি তালিকায় আছে? 

 স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ২০২১ সালের ১২ মার্চ থেকে আদাজি কা অমৃত মহোৎসবের সূচনা করেছিল মোদী সরকার। তারপর থেকে গোটা দেশে বিভিন্ন জায়গায় নানা রকম অনুষ্ঠীন হয়ে আসছে। এবার ১৫ অগাস্টে সেই স্বাধীনতাক অমৃতকাল উদযাপন করা হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা মতোই দিল্লির কর্তব্যপথে তৈরি হবে অমৃত বাটিকা। 

সাজিয়ে তোলা হবে বাগান করে। তার সূচনা হবে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে। তার জন্যও বিশেষ পরিকল্পনা নিয়ে ফেলেছে মোদী সরকার। দেশের ৭৫০০ গ্রাম থেকে নিয়ে আসা হচ্ছে মাটি। এই ৭৫০০ গ্রামে জন্মেছিলেন কোনও না কোনও স্বাধীনতা সংগ্রামী। যাঁদের পরিচিতি তেমন ভাবে তৈরি হয়নি। কিন্তু তাঁরা দেশের স্বাধীনতার লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি 

news