১৫ হাজার কোটি উদ্ধার মোদী-মালিয়াদের মতো পলাতকদের কাছে থেকে

 পলাতক অর্থনৈতিক অপরাধী আইনে অভিযুক্ত ১৯ জন জালিয়াতি করেছেন ৪০ হাজার কোটিরও বেশি টাকা। তার মধ্যে বিজয় মালিয়া, নীরব মোদীদের মতো পলাতক অভিযুক্তদের কাছে থেকে ১৫ হাজার কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্র। মঙ্গলবার রাজ্যসভায় অর্থ প্রতিমন্ত্রী এই পরিসংখ্যান দেন। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় জানান, সরকার এখনও পর্যন্ত বিজয় মালিয়া ও নীরব মোদীসহ পলাতক অর্থনৈতিক অপরাধী আইনে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে ১৫,১১৩ কোটি টাকা উদ্ধার করেছে। সরকারি খাতের ব্যাঙ্কগুলিতে সেই টাকা দিয়েছে।

 তবে তিনি অভিযুক্তদের কার কাছ থেকে কত টাকা উদ্ধার করা হয়েছে, সেই পরিমাণ সংক্রান্ত কোনও বিবরণ দেননি। তবে জানিয়েছেন, ১৯ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন বিজয় মালিয়া, নীরব মোদী, নীতিন জয়ন্তীলাল সান্দেসরা, চেতন জয়ন্তীলাল সান্দেসরা, দীপ্তিচেতন জয়ন্তীলাল সান্দেসরা, হিতেশকুমার নরেন্দ্রভাই প্যাটেল, জুনায়েদ ইকবাল মেনন, আসিফ ইকবাল মেনন ও রামচন্দ্রন বিশ্বনাথ নামে ১০ জন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news