তথ্য ফাঁস হলেই ২৫০ কোটি টাকা জরিমানা, আর কি রয়েছে ডেটা প্রোটেকশন বিলে

তথ্য ফাঁসে আর সহজে রেয়াত নয়। নতুন বিলে একের পর এক কড়া শাস্তির কথা বলা হয়েছে। কোনও ভাবে কোনও ডেটা ফাঁস হলে মোটা টাকা জরিমানা দিতে হবে। নয় নয় করে ২৫০ কোটি টাকা জরিমানা দিতে হবে। আধার থেকে শুরু করে কোউইন একাদিক সরকারি অ্যাপ থেকে একের পর এক তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে।

 গত কয়েক বছরে আধার থেকে একাদিক ব্যক্তির তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। সরকারের আদার ওয়েবসাইট থেকেই সেই তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ। কিন্তু তার পরে আর তাই নিয়ে কোনও কড়া পদক্ষেপ মোদী সরকারকে করতে দেখা যায়নি। তারপরে আবার কো উইন অ্যাপ থেকেই অকের পর এক তথ্য ফাঁসের ঘটনা প্রকাশ্যে এসেছে। যদিও মোদী সরকার বারবার দাবি করেছে তাঁদের অ্যাপ থেকে কোনও রকম তথ্য ফাঁস হয়নি।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
 
এনবিএস/ওডে/সি

 

 

news