কে ছাড়াই ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়াই! প্ল্যান বি পরিকল্পনা কংগ্রেস ও উদ্ধব- সেনার

এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বৈঠক নিয়ে দিশেহারা রাজ্যের মহাবিকাশ আঘাধি জোট। শরদ পাওয়ার যদি শেষ পর্যন্ত নিজের অবস্থান পরিবর্তন করেন, তার জন্য আগে থেকেই মহারাষ্ট্রে প্ল্যান বি তৈরি রাখছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনা গোষ্ঠী।

শরদ পাওয়ার অজিত পাওয়ারের সঙ্গে বৈঠককে পারিবারিক বলে হাল্কা করার চেষ্টা করলেও, বারে বারে পাওয়ারদের মধ্যে বৈঠক নিয়ে মহাবিকাশ আঘাধি জোটে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বারে বারে বৈঠক নিয়ে কংগ্রেস ও উদ্ধবপন্থী সেনা অসন্তোষ প্রকাশ করেছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news