ভারতের ২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে মেটার প্রধান মার্ক জাকারবার্গের মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যে ক্ষমা চেয়েছে মেটা। এই মন্তব্যের কারণে মেটার উপর ভারতীয় সংসদীয় কমিটির তলবের সম্ভাবনাও দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মেটার ভারতীয় প্রতিনিধি শিবনাথ থুকরাল ক্ষমা চেয়ে বলেন, “মার্ক জাকারবার্গের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। ভারত মেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।”
এই বিতর্কের সূত্রপাত হয় ১০ জানুয়ারি, যখন এক পডকাস্ট সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, করোনা মহামারির পরে ২০২৪ সালে বিভিন্ন দেশে ক্ষমতাসীনরা নির্বাচনে হেরে গেছে। তিনি উদাহরণ হিসেবে ভারতের নাম উল্লেখ করেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার (১৩ জানুয়ারি) এক এক্স পোস্টে লেখেন, “জাকারবার্গের মন্তব্য তথ্যগতভাবে ভুল। ২০২৪ সালে বিজেপি টানা তৃতীয়বার জয়ী হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদিজি নজির গড়েছেন।”
মেটার এই বক্তব্য নিয়ে দেশটির সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে বলেন, “ভুল তথ্য ছড়ানো কোনো গণতান্ত্রিক দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। মেটাকে ক্ষমা চাইতে হবে এবং সংসদের সামনে জবাব দিতে হবে।”
মেটা তাদের ভুল স্বীকার করলেও এই বিতর্ক এখনো থামেনি। ভারত সরকার মেটার কার্যক্রমে আরও স্বচ্ছতার দাবি করেছে। আমরা অপেক্ষা করব, বিষয়টি কোনদিকে মোড় নেয়।
নির্বাচন ও গণতন্ত্র নিয়ে এমন স্পর্শকাতর ইস্যুতে আরও সতর্ক হওয়া প্রয়োজন।


