কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার এক মাস পর পাকিস্তানকে উদ্দেশ্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া বার্তা দিলেন। রাজস্থানের বিকানেরে এক জনসভায় তিনি বলেন, “ভারতের অধিকার থাকা নদীর পানি পাকিস্তান আর পাবে না। যারা আমাদের মা-বোনদের সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাদের জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে।”

মোদি জানান, ২২ এপ্রিলের হামলার জবাবে নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানঘাঁটি এখন "আইসিইউতে"। তিনি আরও বলেন, “প্রথমে ঘরে ঢুকে মারেছিলাম, এবার সরাসরি বুকে মেরেছি।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এই ঘটনার পর নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নেয়, যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি সরবরাহ স্থগিত, সীমান্ত বন্ধ, কূটনীতিক প্রত্যাহার এবং বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা।

মোদি একই জনসভায় ভার্চুয়ালি ১০৩টি আধুনিক রেল স্টেশন উদ্বোধন করেন, যা ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে। এসব স্টেশনে ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ তুলে ধরা হয়েছে।

হামলা-পাল্টা হামলার প্রেক্ষিতে ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে। ১০ মে পর্যন্ত সীমান্তে সংঘর্ষ চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও, সিন্ধু নদীর পানি নিয়ে ভারত এখনও কঠোর অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারত-পাকিস্তান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

news