ভারতের এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। ফ্লাইটটি নয়াদিল্লি থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।
গত ৩১ জুলাই সকালে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ফ্লাইট নম্বর ছিল এআই২০১৭। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি যাত্রা শুরু করার আগেই ককপিটে থাকা পাইলটরা ইঞ্জিনে সমস্যার লক্ষণ দেখতে পান।
পাইলটরা সঙ্গে সঙ্গে উড্ডয়ন বন্ধের সিদ্ধান্ত নেন এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে যাত্রী ও ক্রুদের নামিয়ে নেওয়া হয়। কোনো যাত্রী আহত হয়নি বলে জানা গেছে।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র নিশ্চিত করেছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি। যাত্রীদের জন্য দ্রুত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয় এবং তারা নিরাপদেই গন্তব্যে পৌঁছান।
ত্রুটিযুক্ত উড়োজাহাজটি এখন কারিগরি পরীক্ষার আওতায় রয়েছে। বিশেষজ্ঞ দল এটির ইঞ্জিন এবং অন্যান্য অংশ পরীক্ষা করে দেখছে। আপাতত উড়োজাহাজটি ফ্লাইট সার্ভিস থেকে সরিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মারাত্মক দুর্ঘটনা ঘটে। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। সেই দুর্ঘটনায় ২৩০ যাত্রী এবং ১২ জন ক্রুর মধ্যে একজন ছাড়া সবাই মারা যান।
এ দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার বিভিন্ন ফ্লাইটে বেশ কয়েকবার যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। ফলে যাত্রীদের মাঝে আতঙ্ক এবং বিমান সংস্থাটির প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যেই এয়ার ইন্ডিয়াকে সতর্ক করেছে এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আরও উন্নত করার নির্দেশ দিয়েছে।
সাম্প্রতিক ঘটনার পর দেশজুড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে আলোচনা এবং উদ্বেগ বাড়ছে।
