ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের অস্ত্রভান্ডার আরও শক্তিশালী করতে ৬৭ হাজার কোটি টাকার সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তির প্রাথমিক অনুমোদন দিয়েছে। এর আওতায় কেনা হবে উন্নত সশস্ত্র ড্রোন ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র।

মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) শীর্ষ কর্মকর্তারা, যারা প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন।

পরিকল্পনা অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর জন্য কেনা হবে ৮৭টি মাঝারি পাল্লার দীর্ঘ সহনশীলতা সম্পন্ন সশস্ত্র ড্রোন। এই ড্রোনগুলো বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করে একটি ভারতীয় প্রতিরক্ষা সংস্থা দেশেই তৈরি করবে।

ড্রোন তৈরির জন্য ৬০ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার করা হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুদ্ধক্ষেত্রে ড্রোনের গুরুত্ব প্রতিদিন বাড়ছে এবং এই প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।

সামরিক সূত্র জানায়, ড্রোনগুলো শত্রুর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হবে। এই ৮৭টি ড্রোন কিনতে ব্যয় হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। পাশাপাশি রক্ষণাবেক্ষণে ১০ বছরে আরও ১১ হাজার কোটি টাকা খরচ হবে।

ড্রোন ছাড়াও ভারত ১১০টি অতিরিক্ত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। এই ক্ষেপণাস্ত্র বিশ্বে দ্রুতগতির সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। এটি রাশিয়া-ভারতের যৌথ উদ্যোগে তৈরি।

ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, বিমান বা স্থলবাহিনীর লঞ্চার থেকে ছোড়া যায়। এটি শত্রুপক্ষের উপর নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিআরডিও এবং রাশিয়ার এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়া।

এই নতুন অস্ত্র সংযোজন ভারতীয় সেনাবাহিনীকে আরও আধুনিক ও আক্রমণাত্মক সক্ষমতা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই সিদ্ধান্ত ভারতের সামরিক শক্তিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

 

news