ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের ওপর জরিমানা ও ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় উত্তপ্ত মার্কিন-ভারত সম্পর্কের মধ্যে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার ভোরে জেরুসালেমে ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিংহের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। এই বৈঠককে ঘিরে ভারত সফরের সম্ভাবনাও জোরালো হয়েছে।

নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে বিষয় নিয়ে আলোচনা করেছেন।”

ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের টানাপড়েন চলার মাঝে ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। তাই ভারতের সঙ্গে নেতানিয়াহুর এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বৈঠকের একদিন আগে নেতানিয়াহু ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বন্ধুত্ব দুর্দান্ত। ভারত ও আমেরিকার সম্পর্কও অত্যন্ত মজবুত।” পাশাপাশি নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্পকে কীভাবে মোকাবেলা করতে হয়, সে বিষয়ে গোপনে মোদীকে কিছু পরামর্শ দিতে চান তিনি।

আলোচনায় গাজা অঞ্চলের পরিস্থিতি এবং ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযানের কথাও উঠেছে। নেতানিয়াহু জানান, এই অভিযানের আগে ইজরায়েল ভারতকে সামরিক সরঞ্জাম দিয়েছে, যা ‘খুব ভালোভাবে’ কাজ করেছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেতানিয়াহু কি চলতি বছরেই ভারত সফরে আসবেন? এই বৈঠকের পরই সেই সম্ভাবনা জোরালো হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা হয়নি।

news