কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে জার্মানি যাওয়ার চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার করছিলেন। কীভাবে এবং কোথা থেকে সে এসব নথি সংগ্রহ করেছে, সেটি তদন্ত করা হচ্ছে।
শনিবার (৯ আগস্ট) তাকে বারাকপুর আদালতে তোলা হবে। জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) রাতে জার্মানি যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইট ধরতে গিয়ে তাকে আটক করা হয়।
সূত্র বলছে, অভিযুক্তের ভারতীয় পাসপোর্টে নাম ছিল ‘পরেশ রায়’। কিন্তু ইমিগ্রেশন অফিসারদের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে আরও একটি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়, যেখানে নাম লেখা ছিল ‘শ্রমিক বড়ুয়া’। একই ব্যক্তির দুই ভিন্ন নাম এবং দুই ভিন্ন দেশের পাসপোর্ট থাকার কারণে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় বিমানবন্দর থানার পুলিশ তাকে আটক করে।
উল্লেখযোগ্য, গত কয়েক সপ্তাহে কলকাতা বিমানবন্দরে একাধিক বাংলাদেশি নাগরিক ভুয়া ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন। কখনো গন্তব্য ব্যাংকক, কখনো ভিয়েতনাম— বারবার এই চক্রের সন্ধান মিলেছে। নিরাপত্তা সংস্থাগুলোর আশঙ্কা, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর বিভিন্ন রাজ্যে নথি বদলানোর মাধ্যমে বিদেশে পালানোর একটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী ও ইমিগ্রেশন বিভাগের নজরদারি আরও তীব্র করে দেওয়া হয়েছে, যাতে কেউ জাল নথি ব্যবহার করে পালাতে না পারে।
