ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে তিনি “দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান” চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এই আলোচনা এমন সময়ে হলো, যখন আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এর ঠিক আগে, গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেন মোদি। সেখানেও তিনি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ভারত দীর্ঘদিন ধরে মস্কোর ঘনিষ্ঠ মিত্র। একইসঙ্গে ওয়াশিংটনসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গেও কৌশলগত নিরাপত্তা সম্পর্ক বাড়াচ্ছে নয়াদিল্লি। এই ভারসাম্য রক্ষার কৌশলের কারণেই ভারত রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সরাসরি নিন্দা না করে বরং নিজেকে মধ্যস্থতাকারীর ভূমিকায় রাখতে চায়।
জেলেনস্কির সঙ্গে আলাপের পর মোদি বলেন,
“আমি ভারতের অবিচল অবস্থান তুলে ধরেছি—সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান জরুরি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরও লিখেছেন,
“ভারত শুধু এই বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখবে না, বরং ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখযোগ্য যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর থেকে লাখো মানুষ নিহত হয়েছে, আর কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ বছর রাশিয়া-ইউক্রেনের তিন দফা আলোচনা হলেও কোনো ফল আসেনি। আলাস্কার আসন্ন সম্মেলন এই অচলাবস্থা কতটা ভাঙতে পারবে, তা এখনও অনিশ্চিত।
পুতিন ইতিমধ্যেই জেলেনস্কির সঙ্গে আলোচনার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের মতে, একটি সরাসরি বৈঠকই হতে পারে স্থায়ী শান্তি চুক্তির জন্য অপরিহার্য পদক্ষেপ।
