নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতেও একই ধরণের আন্দোলন শুরু হতে পারে বলে সতর্ক করলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের সাংসদ সঞ্জয় রাউত। বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি এমন আশঙ্কার কথা জানান।
সঞ্জয় রাউত বলেন, দুর্নীতি, একনায়কতন্ত্র এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুন জ্বলে উঠেছে, সেই আগুন ভারতেও লাগতে পারে। তবে এখনো সহিংসতা হয়নি, কারণ ভারতের মানুষ মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাসী।
তার দাবি, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মূলত গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন,
“যদি নেপালের মতো স্ফুলিঙ্গ ভারতে আসে, তবে বড় বিপদ হতে পারে। ভারত এতদিন টিকে আছে কারণ এখানে মহাত্মা গান্ধী জন্মেছিলেন। আজও মানুষ তাকে বিশ্বাস করে। তাই এই সরকারও টিকে আছে।”
মোদির উদ্দেশে তিনি আরও বলেন,
“মোদিজি, আপনি গান্ধীকে যতই গালি দিন না কেন, তার আদর্শেই আপনার সরকার বেঁচে আছে।”
সঞ্জয় রাউত আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি দরিদ্রদের বিনামূল্যে রেশন দেন, কিন্তু এর মানে হলো এখনও দেশে দারিদ্র্য আছে। তিনি নেপালের সঙ্গে তুলনা টেনে বলেন, ভারতের টাকাও বিদেশে চলে যাচ্ছে। “কারও ছেলে দুবাইতে, কারও ছেলে সিঙ্গাপুরে, কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়ে যাচ্ছে”—এই মন্তব্যে তিনি রাজনৈতিক পরিবারতন্ত্র ও প্রভাবশালীদের সমালোচনা করেন।
একইসঙ্গে তিনি ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতার দিকেও আঙুল তোলেন। তার ভাষায়,
“নেপাল একসময় আমাদের বন্ধু ছিল। তারা ভারতকে বড় ভাই মনে করত। কিন্তু যখন তারা সংকটে পড়েছিল, তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি। এটা ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা।”
শেষে সঞ্জয় রাউত বলেন, ভারতের তরুণরা আজ চুপচাপ সবকিছু দেখছে। বেকারত্ব ও নানা সমস্যায় তারা জর্জরিত, পরিস্থিতি বদলাতে যে কোনো সময় তাদের ক্ষোভ বিস্ফোরিত হতে পারে।
