বারাণসীর মন্দির-মসজিদ বিবাদ মামলায় আজ সিদ্ধান্ত জানাবে কোর্ট, জেলা জুড়ে ১৪৪ ধারা জারি

 জ্ঞানবাপী-শৃঙ্গার গৌরী দেবী মামলা আদালত গ্রাহ্য কি না সে বিষয়ে আজ রায় দেবে বারাণসীর জেলা আদালতের বিচারক একে বিশ্বেশ (Gyanvapi Masjid Case)। রায় ঘিরে অশান্তির আশঙ্কায় জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ মিটিং মিছিল নিষিদ্ধ করা হয়েছে বারাণসী জেলায়।
এর আগে বিচারক বিশ্বেশ হিন্দু ও মুসলিম পক্ষের বক্তব্য শোনার পর রায় দায় স্থগিত রেখেছিলেন।
মুসলিম পক্ষের বক্তব্য, মামলাগুলি আদালতের বিচারকার্যের আওতায় পড়ে না (Gyanvapi Masjid Case)। কারণ, সেগুলি আইন সিদ্ধ নয়। মামলায় দাবি করা হয়েছে, জ্ঞানবাপী মসজিদ চত্ত্বরে থাকা শৃঙ্গারগৌরী দেবী মূর্তিকে পুজো করার অনুমতি দিতে হবে।
কেজরিওয়াল মোদী রাজ্যে পৌঁছতেই আপ দফতরে গুজরাত পুলিশ, কারণ নিয়ে ধোঁয়াশা

সেই মামলায় নিম্ন আদালত (Gyanvapi Masjid Case) মসজিদ চত্ত্বরে সমীক্ষার নির্দেশ দিয়েছিল। সমীক্ষা চলাকালে সেখান থেকে একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে বলে হিন্দুপক্ষের দাবি। তারা আর্জি জানিয়েছে, ওই শিবলিঙ্গ পুজো করার অনুমতি দিতে হবে। মামলার এই আর্জি আইন বিরুদ্ধ বলে মুসলিম পক্ষের দাবি। তাদের যুক্তি, ১৯৯১ সালের উপাসনাস্থল রক্ষা আইনে এই দাবি গ্রহণযোগ্য নয়। আইনে বলা হয়েছে, ১৯৪৭ সালের ১৫ অগাস্টের পর কোনও উপাসনাস্থলের চরিত্র, ব্যবহার বদল করা যাবে না।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news