গডসের নিন্দা করতে না পারলে বুঝব আপনারা জঙ্গি’, বিশ্ব হিন্দু পরিষদকে চিঠি কুণাল কামরার

বিশ্ব হিন্দু পরিষদের (VHP) আপত্তির ফলে বাতিল হয়ে গিয়েছে কমেডিয়ান কুনাল কামরার শো। তার প্রতিবাদে পরিষদকে একটি চিঠি লিখলেন কুনাল। সেখানে তিনি বলেছেন, গান্ধীজীর হত্যাকারী নাথুরাম গডসের নামে নিন্দা করুক ভিএইচপি (Vishwa Hindu Parishad)। তা না হলে বিশ্ব হিন্দু পরিষদকে জঙ্গি গোষ্ঠী হিসাবে প্রচার করবেন কুনাল। একইসঙ্গে তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে হিন্দুত্ব বিরোধী যে অভিযোগ আনা হচ্ছে, তার প্রমাণ দেওয়া হোক।

আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর গুরুগ্রামে কুনাল কামরার (Kunal Kamra) শো ছিল। কিন্তু স্থানীয় ভিএইচপি নেতৃত্ব দাবি করে, কামরা আসলে হিন্দু বিদ্বেষী। তিনি হিন্দু দেব দেবীকে কটাক্ষ করেন। কুনালের শো আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়তে পারে। এই যুক্তি দেখিয়েই বাতিল করা হয় কুনালের শো। সেই প্রসঙ্গ টেনে কুনাল লিখেছেন, এই অভিযোগের প্রমাণ দিক বিশ্ব হিন্দু পরিষদ। এমন ভিডিও বা ছবি প্রকাশ করুক যাতে দেখা যাচ্ছে যে আমি হিন্দু দেবদেবীকে কটাক্ষ করছি।

বিশ্ব হিন্দু পরিষদকে একহাত নিয়ে কুনাল লিখেছেন, “আমি মনে করি না এই সংগঠনের নামের সঙ্গে ‘বিশ্ব’ কথাটি ব্যবহার করা যায়। কারণ আপনারা জগতের সকল হিন্দুর হয়ে কথা বলেন না।” কুনালের মতে, হিন্দুত্ববাদ এবং জাতীয়তাবাদ সংক্রান্ত একটি পরীক্ষা হওয়া দরকার। তিনি বলেছেন, “আমি জয় শ্রীরাম বলে চিৎকার করতে পারি। কিন্তু তার বদলে আপনাদেরও নাথুরাম গডসের নিন্দা করতে হবে। যদি তা না করতে পারেন, তাহলে ধরে নিতে হবে আপনারা একটি জঙ্গি সংগঠন।” 

জানা গিয়েছে, একটি বারে কুনালের শো’টি আয়োজন করা হয়েছিল। সেই বারের মালিককেও হেনস্তা করেছে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। সেই প্রসঙ্গ টেনে কামরা বলেছেন, “এখন তো পুরো শাসনব্যবস্থা আপনারাই পরিচালনা করছেন। বারের মালিক যদি আপনাদের বিরুদ্ধে থানায়ম অভিযোগ করে, তাহলেও পুলিশ আপনাদের কাছে এসেই পরামর্শ চাইবে।” প্রসঙ্গত, বিজেপি সরকার এবং তাদের সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের যোগ নিয়ে বরাবর কটাক্ষ করেছেন কুনাল কামরা। সেই কারণেই তাঁকে হেনস্তার শিকার হতে হচ্ছে বলেই মত কুনালের অনুরাগীদের।


সংবাদ প্রতিদিন /এনবিএস/২০২২/একে

news