ভিন রাজ্য থেকে ঢুকছে মাওবাদীরা, নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নবান্নের বৈঠকে

 গত কয়েকদিন ধরে জঙ্গলমহলের নানা প্রান্তে উদ্ধার হয়েছে মাওবাদী (Maoist) পোস্টার। কয়েকবার বন্‌ধেরও ডাক দিয়েছে মাওবাদীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নয় ইস্টার্ন জোনাল কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির (Maoist) বৈঠক হয়। সেখানে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যসচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা।

বৈঠকে জানানো হয়, ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে মাওবাদীরা (Maoist)। বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার পরে তারা পশ্চিমবঙ্গে ফের সংগঠন (Maoist) গড়ে তোলার চেষ্টা করছে। সেজন্য রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হবে। ওই সব এলাকায় বাড়ানো হবে নিরাপত্তারক্ষীও। কোভিড অতিমহামারীর জন্য রাজ্যগুলির আয় কমেছে। তাই কেন্দ্রীয় সরকারের কাছে বাড়তি সহায়তা দাবি করবে চার রাজ্য।

একইসঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যগুলির ও বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। বিশেষত বর্ষাকালে বাঁধ থেকে জল ছাড়া ও নদীর জল বন্টন নিয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে স্থির হয়েছে, বিভিন্ন রাজ্যের মধ্যে পরিবহণ আরও বাড়ানো হবে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news