উদ্ধবকে হিন্দু বিরোধী তকমা দিতে চাইছে বিজেপি, আদালতে বলল মহারাষ্ট্র পুলিশ

 হনুমান চালিশা পাঠ বিতর্কে শুক্রবার মহারাষ্ট্র পুলিশ আদালতে লিখিতভাবে তাদের বক্তব্য জানাল। তাতে তারা বলেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) ‘হিন্দু বিরোধী’ বলে দেখাতে চাইছে বিজেপি। ক্ষমতায় ফিরতেই তারা এই কৌশল নিয়েছে, জানিয়েছে পুলিশ।

মহারাষ্ট্র পুলিশের এই লিখিত বক্তব্যকে অনেকেই ‘রাজনৈতিক হলফনামা’ বলছেন। কোনও রাজনৈতিক দল সম্পর্কে এমন অভিযোগ করে থাকে সাধারণত প্রতিপক্ষ দল। উদ্ধবের দল শিবসেনা ইতিমধ্যেই এই অভিযোগ করেছে।

অন্যদিকে, হনুমান চালিশা পাঠ বিতর্কে অভিযুক্ত নির্দল দম্পতি নভনীত রানা ও রবি রানা সম্পর্কে পুলিশ জানিয়েছে, ওই দম্পতির মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের সামনে হনুমান চালিশা পড়ার দাবি তোলার পিছনে ছিল গভীর ষড়যন্ত্র এবং রাজ্যের জোট সরকারকে বিপাকে ফেলার চেষ্টা।

ত্রিপুরায় কি উপনির্বাচন আদৌ হবে? কমিটি গড়ে সুবলকে সভাপতি করল তৃণমূল
ওই দম্পতি বর্তমানে জেলে বন্দি। এদিন অমরাবতীর ওই নির্দল সাংসদ ও বিধায়ক দম্পতির জামিনের আবেদনের শুনানি হয়। পুলিশের আপত্তির মুখে ওই দম্পতির আবেদন মঞ্জুর হয়নি।

পুলিশ এদিন হলফনামায় আরও বলেছে, বিজেপি সহ বিরোধী দল গুলি দেখাতে চাইছে উদ্ধব ঠাকরে হিন্দু বিরোধী এবং তাঁর নেতৃত্বাধীন সরকারের সময়ে হিন্দুরা ধর্মাচরণ করতে পারছে না। পুলিশ আরও বলেছে, এই ভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে।

রানা দম্পতির হনুমান চালিশা পাঠের পরিকল্পনাকে পুলিশ মোটেই ধর্মীয় উপাসনার আর্জি বলে মানতে নারাজ। তাদের বক্তব্য, ওই আয়োজনের আসল উদ্দেশ্য ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত করে তোলা। যাতে রাজ্যপালের শাসন জারির দাবি তোলা যায়।

প্রসঙ্গত, মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে দিন কয়েক আগে ডাক দিয়েছেন, ৩ মে’র মধ্যে রাজ্যের সব মসজিদ থেকে মাইক খুলে নিতে হবে। তাঁর হুঁশিয়ারি, ৩ তারিখের মধ্যে মাইক খোলা না হলে মসজিদের সামনে হনুমান চালিশা পাঠ শুরু করবে তাঁর দল।

রাজের এই ঘোষণা ঘিরে এমনিতেই তেতে আছে মহারাষ্ট্র। তারমধ্যেই অমরাবতীর নির্দল রাজনীতিক দম্পতির মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হনুমান চালিশা পাঠের দাবি তোলা নিয়ে সরগরম মহারাষ্ট্র। অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর বাড়িতে জোর করে ঢুকে পড়ার চেষ্টাকে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news