সিকিমে তুষার ধসে নিহত ৭

মঙ্গলবার ভারতের সিকিম রাজ্যের নাথু লা পর্বত এলাকায় ভয়াবহ তুষার ধসে এখনও পর্যন্ত নিহত হয়েছে ৭ জন এবং আহত হয়েছে ১১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২ টা ১৫ মিনিটে এই ভয়াবহ তুষারপাত হয়। সেই সময় অন্তত ১৫০ জন পর্যটক ওই এলাকায় ছিলেন। সিকিম পুলিশ, ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের লোক ও গাড়িচালকরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

ইতোমধ্যে আটকে পড়া পর্যটকদের মধ্যে প্রায় ২২ জনকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে দেড় ঘণ্টা বরফের নিচে চাপা পড়ে থাকা এক নারীকে উদ্ধার করা হয়েছে।

নাথু লা পর্বত চীনের সীমান্তে অবস্থিত। এটি ভারতের একটি প্রধান পর্যটনকেন্দ্র। এটির পাশাপাশি  নাথু লা আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ। নাথু লা দিয়ে চীন ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য চলে। প্রাচীন সিল্ক রুটের অন্তর্গত ছিল এই অঞ্চল। ২০০৬ সাল থেকে নাথু লা ধরে ভারত এবং চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য হয়ে আসছে।

এনবিএস/ওডে/সি

news