অরুণাচলের ১১ স্থানের নাম বদলে দিলো চীন, ভারতের প্রত্যাখ্যান

চীন কর্তৃপক্ষ অরুণাচল রাজ্যের ১১ স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দেওয়ার পরপরই এটির তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, অরুণাচল রাজ্য সব সময় ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছিল এবং থাকবে।

গত ১ এপ্রিল চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচলের ১১টি স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। নতুন নামের মধ্যে পাঁচটি পর্বতশৃঙ্গ, দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা এবং দুটি নদীও রয়েছে। এই পুরো অঞ্চল ‘জাঙ্গনান’ নামে পরিচিত। এটিকে তিব্বতের দক্ষিণাঞ্চলীয় অংশ হিসেবে মনে করে চীন। এতে নতুন করে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা শুরু হয়েছে।

চীন ও ভারতের ৩ হাজার ৪৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। একে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়ে থাকে। অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন থেকে নিজেদের দাবি করে আসছে চীন।

এনবিএস/ওডে/সি

news