ইউরোপে ন্যাটোর বিশাল সামরিক মহড়ার ঘোষণা

ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুংগেসকো শুক্রবার জানিয়েছে, মহড়ায় ইউরোপের ২০টি দেশের ১৮ হাজার সেনা সদস্য অংশগ্রহণ করবেন। এরমধ্যে এস্তোনিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃৃত্বে ১৪টি দেশের ১৫ হাজার সেনা সদস্য সজারু নামে মহড়ায় অংশ নিচ্ছে। পোল্যান্ডসহ ন্যাটোভুক্ত ইউরোপের ৮ দেশে অনুষ্ঠিত হবে এ মহড়া। 

লুংগেসকো আরো জানান, লিথুনিয়ায় জার্মানির নেতৃত্বে আয়রন ওল্ফ নামে মহড়ায় অংশ নেবেন ৩ হাজার সেনা। এ মহড়ায় জার্মানির লেপার্ড-২ ট্যাংক ছাড়াও সহস্রাধিক অত্যাধুনিক সামরিক যান থাকবে। ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর আগেই ন্যাটোর এ সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, ন্যাটোর শক্তিমত্তা প্রদর্শনের জন্যই এ বিশাল মহড়ার আয়োজন করা হচ্ছে। তবে এখন পর্যন্ত মহড়া শুরুর দিন বা সময় প্রকাশ করা হয়নি।

news