বিশ্বের প্রায় অর্ধেক বিলিয়নেয়ারি সম্পদ খুঁইয়েছেন

গত একবছর আগের তুলনায় বিশ্বের অর্ধেক বিলিয়নেয়ারির সম্পদ হ্রাস পেয়েছে। স্টক মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ারমূল্য পতন, সুদের হার বৃদ্ধি ও সার্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ধীর হওয়ায় বিশে^র শীর্ষ ধনীরা গত বছরের তুলনায় এভাবে সম্পদ হারিয়েছেন বা মুনাফা বাড়াতে পারেননি। ফোর্বস ২ হাজার ৬৬৮ জন শীর্ষ ধনীর এমন একটি তালিকা বিশ্লেষণ করে দেখিয়েছে যে এক বছরের ব্যবধানে এ বিলিয়নেয়ারের তালিকা থেকে বাদ পড়েছেন অন্তত ২৮ জন। এদের সবার আয় ছিল দশ ফিগারের। গতবছর তাদের মোট সম্পদের পরিমান ছিল ১২.৭ ট্রিলিয়ন, এবছর তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১২.২ ট্রিলিয়ন ডলার। তার মানে তাদের সম্পদ হ্রাস পেয়েছে ৫শ বিলিয়ন ডলার।

শীর্ষ ধনীদের সর্বোচ্চ স্থানে ছিলেন মার্কিন কোটিপতি এলন মাস্ক। টুইটার কিনে এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কোম্পানি টেসলার শেয়ার পতনের মধ্যে দিয়ে তিনি ছিটকে পড়েছেন তালিকার শীর্ষ স্থান থেকে। তবে যুক্তরাষ্ট্রে এখনো সবচেয়ে বেশি বিলিয়নেয়ারের দেশ। দেশটির ৭৩৫ জন বিলিয়নেয়ারের সম্পদের পরিমান হচ্ছে সাড়ে ৪ ট্রিলিয়ন ডলার। এরপর রয়েছে চীনের ধনীরা। ৫৬২ জন চীন বিলিয়নেয়ারির সম্পদের পরিমান হচ্ছে ২ ট্রিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ১৬৯ জন ভারতীয় বিলিয়নেয়ারির সম্পদের পরিমান ৬৭৫ বিলিয়ন ডলার। এদের সম্পদ হ্রাস বৃদ্ধির হিসেব করেছে ফোর্বস গত ১০ মার্চ শেয়ার বাজারের স্টক প্রাইস ও লেনদেন রেট যাচাই করে।

এনবিএস/ওডে/সি

news