দূতাবাস চালু করতে সৌদি যাচ্ছে ইরানী প্রতিনিধিদল

দূতাবাস পুনরায় চালু করতে সৌদি আরবে প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরান। তেহরানে কূটনৈতিক মিশন পুনরায় চালু নিয়ে আলোচনা করতে শনিবার ইরানে সৌদি আরবের কূটনৈতিক দল পৌঁছানোর পর ইরান এ ঘোষণা দেয়। রিয়াদে ইরানের দূতাবাস খোলার প্রস্তুতি নিতে চলতি সপ্তাহে সৌদি রাজধানী বিয়াদে যাবে ইরানী প্রতিনিধিদল।

ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করার দুই দিন পর এই সৌদি প্রতিনিধিদল ইরান সফরে যায়।

রোববার (৯ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানায়, ইরানের প্রতিনিধি দল রিয়াদে তেহরানের দূতাবাস পরিদর্শন করবে এবং আবার চালুর ব্যবস্থা করবে। আর সৌদি আরবের প্রতিনিধিদল রোববার সকালেই তেহরানে সৌদি দূতাবাস পরিদর্শন করেছে বলে জানিয়েছে আইএসএনএ।

চীনের মধ্যস্থতায় গত মাসে মধ্যপ্রাচ্যের এ দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সম্পর্ক স্বাভারিক করার একটি চুক্তি স্বাক্ষরিত হয় বেইজিংয়ে।  তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দেশ দুটির শীর্ষ দুই কূটনীতিক চীনে আনুষ্ঠানিক বৈঠক করেন।

এনবিএস/ওডে/সি

news