তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের সেনাপ্রধান

তাজিকিস্তান সফররত ইরানের সেনাপ্রধান মেজর জেনালে মোহাম্মাদ বাকেরি দেশটির রাজধানী দোশাম্বেতে প্রেসিডেন্ট ইমামআলী রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে ইরানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট রহমান।

জেনারেল বাকেরি একটি শক্তিশালী সামরিক প্রতিনিধিদল নিয়ে সোমবার তাজিকিস্তান সফরে যান। সেখানে তিনি গতকাল (মঙ্গলবার) ইরানি ড্রোন নির্মাণের একটি কারখানা উদ্বেধন করেন।

ইরানি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে তাজিকিস্তানের প্রেসিডেন্ট দু’দেশের মধ্যকার অভিন্ন ভাষা [ফার্সি ভাষ] ও সংস্কৃতির প্রতি ইঙ্গিত করে বলেন, সকল ক্ষেত্রে দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্র প্রস্তুত রয়েছে। ইরানি সেনাপ্রধানের দোশাম্বে সফরে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট ইমামআলী রহমান বলেন, ইরানের সঙ্গে যেকোনো সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাকে স্বাগত জানাবে তাজিকিস্তান। তিনি এক্ষেত্রে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধনকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, সামরিক খাতে তেহরান-দোশাম্বে সহযোগিতা আরো শক্তিশালী করতে হবে।  

সাক্ষাতে মধ্য ও পশ্চিম এশিয়ায় ইরান ও তাজিকিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানের প্রতি ইঙ্গিত করে জেনারেল বাকেরি বলেন, তাজিকিস্তানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার প্রতি তেহরান যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ইরান ও তাজিকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও দোশাম্বে ভূমিকা রাখতে পারে।ইরানের সেনাপ্রধান বলেন, তাজিকিস্তান ও ইরানের মধ্যে শক্তিশালী সামরিক সহযোগিতা আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদান রাখবে।খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news