পশ্চিমতীরে হামাস প্রার্থীদের বিপুল বিজয় ছাত্র সংসদ নির্বাচন
পশ্চিম তীরের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ছাত্র সংগঠন বিপুল বিজয় পেয়েছে। নির্বাচনের আগে ইসরাইলি সেনাবাহিনীর গ্রেপ্তার ও হুমকি সত্ত্বেও তারা এ বিজয় লাভ করে। রামাল্লার বিরজিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হামাস-সমর্থিত ইসলামিক ওয়াফা ব্লক ৫০৬৮ ভোট পেয়ে ৫১টি আসনের মধ্যে ২৮টিতে জয়ী হয়।
বুধবার (১৮ মে) অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করে ফিলিস্তিনের ক্ষমতাসীন দল ফাতাহর ছাত্র সংগঠন শাবিবা ব্লক। তারা ৩ হাজার ৩৭৯ ভোট পেয়ে ১৮ আসন লাভ করে।
হামাস বলছে, বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন প্রমাণ করছে সব ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। খবর আরব নিউজের।
পশ্চিমতীরের এই বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হলো।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন সমর্থিত জোট পেয়েছে ১৮টি আসন। পশ্চিমতীরে দীর্ঘদিন ধরে ফাতাহ আন্দোলন সমর্থিত ছাত্র পরিষদ প্রাধান্য ছিল।
শুক্রবার (২১ মে) প্রকাশিত এক বিবৃতিতে হামাস তাদের সমর্থিত ছাত্রদের এই বিজয়ের প্রশংসা করে বলেছে, এর মাধ্যমে ফিলিস্তিনের সংখ্যাগরিষ্ঠ জনগণ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফাতাহ আন্দোলনের আপসকামী অবস্থান প্রত্যাখ্যান করেছে। তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ধারণাকেও প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, পশ্চিম তীরের ছাত্র সংসদগুলোতে ফাতাহই প্রাধান্য বিস্তার করে আসছিল। ২০১৯ সালের শেষ বিরজিত নির্বাচনে ওয়াফা ও শাবিবা উভয়ে ২৩টি করে আসন পেয়েছিল। ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ স্টুডেন্ট পোল তৃতীয় হয়েছে ৮৮৮ ভোটে পাঁচটি আসন পেয়ে