কর্ণাটক বিধানসভায় প্রথম একজন মুসলিম স্পিকার হলেন
স্পিকারের নাম ইউ টি কাদের। কংগ্রেসপন্থি এই বিধায়ক শুক্রবার (২৬ মে) স্পিকার নির্বাচিত হন। ভারতের রাজ্যটির ইতিহাসে তিনিই হলেন বিধানসভার কোন মুসলিম স্পিকার।
বিধানসভার বিরোধী দল বিজেপি এবং জনতা দল (সেক্যুলার) স্পিকার নির্বাচনে তাদের কোন প্রার্থী দাঁড় করায়নি। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ইউ টি কাদের নির্বাচিত হন।
তবে এখনই স্পিকারের পদে দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। দেশটির সংবিধান অনুযায়ী, কর্ণাটক বিধানসভার বিদায়ী স্পিকার আর ভি দেশপাণ্ডে তার হাতে ক্ষমতা হস্তান্তরের পরই এ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন কাদের। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারমাইয়াহ নতুন স্পিকার ইউ টি কাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
২০২১ সালের ডিসেম্বরে কর্ণাটকের উদুপি জেলায় হিজাব পরার কারণে কয়েকজন মুসলিম শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয় এবং তার জেরে সেই রাজ্যে শুরু হয় হিজাব আন্দোলন। পরে ভারতের অন্যান্য রাজ্যেও সেই আন্দোলন ছড়িয়ে পড়ে। ভারতের রাজনৈতিক সহনশীলতাকে বড় একটি চ্যালেঞ্জের মুখে ফেলেছিল এই আন্দোলন। ওই সময় রাজ্য বিধানসভায় আসীন ছিল বিজেপি।
গত ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। হয় ১৩ মে। এ নির্বাচনে ২২৪টি আসনের মধ্যে ১৩৬টিতেই জয়ী হয় কংগ্রেস।
এনবিএস/ওডে/সি