রাহুল গান্ধী : বিজেপি গোটা দেশে কেরোসিন ছড়িয়ে রেখেছে; পাল্টা জবাব বিজেপির

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, ভারতে প্রতি ক্ষেত্রে কেরোসিন ছড়িয়ে রেখেছে বিজেপি। যে কোনও সময় আগুন ছড়িয়ে পড়তে পারে।

আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, গতকাল (শুক্রবার) লন্ডনের এক অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, ‘বৃহত্তর জনমানসের মধ্যে ঢুকতে একটি পরিকাঠামো তৈরি করেছে ‘আরএসএস’। বিরোধী দল তথা কংগ্রেসকেও এ রকম পরিকাঠামো তৈরি করতে হবে। আমাদের আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে। ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ বিজেপি বিরোধী। আমাদের তাঁদের কাছে পৌঁছতে হবে’ বলেও মন্তব্য করেন কংগ্রেস রাহুল গান্ধী এমপি।

রাহুল গান্ধী বলেন, রাশিয়া ইউক্রেনে যা করছে, একই ধাঁচ চীন ভারতে ডোকলাম এবং লাদাখে দেখাচ্ছে। চীন ভারতের ডোকলাম ও লাদাখে তার বাহিনী মোতায়েন করেছে এবং অরুণাচল প্রদেশ ও লাদাখকে ভারতের অংশ হিসেবে বিবেচনা করতে অস্বীকার করছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনের উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, চীন প্যাংগং লেকের উপর একটি সেতু নির্মাণ করছে কারণ তারা কিছু করতে চায়। কিন্তু ভারত সরকার এ নিয়ে মোটেও কথা বলছে না।   

অন্যদিকে, বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন,  হতাশ কংগ্রেস এবং তার ব্যর্থ নেতা রাহুল গান্ধী যখনই বিদেশের মাটিতে যান, তা লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুরই হোক না কেন, তার অভিব্যক্তি কোথাও না কোথাও দেখায় যে আজকের কংগ্রেস পার্টি ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত, দেশে আগুন লাগাতে এবং সম্প্রীতি বিনষ্ট করার কাজে নিয়োজিত রয়েছে। 

গৌরব ভাটিয়া আরও বলেন,  লন্ডনে রাহুল গান্ধী বলেছেন যে বিজেপি দেশে কেরোসিন তেল ছিটিয়েছে। রাহুল গান্ধীজি, কংগ্রেস পার্টি কেরোসিন ছিটিয়েছে। ১৯৮৪ সালে যে গণহত্যা হয়েছিল, কংগ্রেস দলের নেতারা গণহত্যা করেছে। সেই কেরোসিন যারা ঢেলেছিলেন তারা কংগ্রেসেরই নেতা ছিলেন। খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news