পরিত্যক্ত মর্টার বিস্ফোরণে সোমালিয়ায় নিহত ২৭, আহত ৫০

সোমালিয়ার ভাটি অঞ্চল সাবেলার করাইয়োলে শহরের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, পরিত্যক্ত মর্টার গোলাটি বিস্ফোরণে অন্তত আরো ৫০ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই শিশু। তারা সে সময় সেখানে খেলা করছিল। তাদের বয়স ১০ থেকে ১৫ বছর। স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়।

শিশু-কিশোররা যেখানে খেলা করছিল তার খুব কাছেই শুক্রবার অবিস্ফোরিত পরিত্যক্ত মর্টার গোলাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ করা হয়েছে। বিস্ফোরণ স্থলটি রাজধানী মোগাদিসু থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

করাইয়োলে জেলা প্রশাসক আবদি আহমদ আলী বলেন, আমরা সরকার ও ত্রাণ সংস্থাগুলোকে এ অঞ্চল থেকে মাইন ও মর্টারের গোলা পরিস্কার করার অনুরোধ জানিয়েছি। সেখানকার বাসিন্দারা জানান, যুদ্ধরত উপদলগুলো অনেক সময় গোলা ফেলে রেখে চলে যায়।

তবে অন্য এক খবরে বলা হয়, শিশুরা ফুটবল খেলার সময় একটি বিস্ফোরক দ্রব্য দেখতে পায়। এটি নিয়ে তারা খেলা করার সময় বিস্ফোরণ ঘটে। সম্প্রতি বৃষ্টিপাতে সেখানে পড়ে থাকা বিস্ফোরক দ্রব্য প্রকাশ হয়ে যায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news