দক্ষিণ কোরিয়ায় রহস্যজনকভাবে ২ হাজার পার্সেল বিতরণ, তদন্তে পুলিশ

রোববার দেশটির পুলিশ জানিয়েছে, দেশটিতে গত ৪ দিনে এসব পার্সেল বিতরণের খবর পাওয়া গেছে। পুলিশ আশঙ্কা করছে, পার্সেলগুলোতে বিপজ্জনক উপকরণ থাকতে পারে।

জানা গেছে, দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সিতে ১২ ঘণ্টায় সন্দেহজনক পার্সেল সরবরাহের সঙ্গে সম্পর্কিত ২৫৭টি নতুন অভিযোগ দাখিল করা হয়েছে। এতে এ জাতীয় অভিযোগের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০৪-এ। নতুন অভিযোগের মধ্যে ৫৮৭টি পার্সেল পুলিশ তদন্তের জন্য সংগ্রহ করেছে। বাকিগুলো ভুল করে অভিযোগ জানানো হয়েছে। 

গত বৃহস্পতিবার পার্সেলগুলো নিয়ে অভিযোগ আসতে শুরু করে। এতে আশঙ্কা তৈরি হয় যে, সেগুলোতে বিপজ্জনক বা বিষাক্ত উপাদান থাকতে পারে। তবে এখনও পর্যন্ত এমন কোনো পদার্থ পাওয়া যায়নি। বেশির ভাগ পার্সেলে লিপবাম বা অন্যান্য সস্তা পণ্য ছিল। বিতরণ করা কিছু পার্সেল খালিও পাওয়া গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news