ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

গত এক বছরে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার ঘটনা অনেক বেড়েছে। অঞ্চলটিতে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে এটি সর্বশেষ হতাহতের ঘটনা।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় নিশ্চিত করেছে, মঙ্গলবার নাবলুসে ইসরায়েলি বুলেটে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

তবে ইসরায়েলি সেনারা ভিন্ন দাবি করেছে। তারা বলেছে, তিনজন সশস্ত্র সন্ত্রাসী নাবলুসে সেনাদের গাড়িতে গুলি ছুড়ে। এর জবাবে সেনারা পাল্টা গুলি ছুড়ে তাদের নিরস্ত্র করে।


ফিলিস্তিনি মিডিয়া এ ঘটনাকে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা হিসেবে উল্লেখ করেছে। নাবলুসে ইহুদি বসতির কাছে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার ঘটনার পরেই এ ঘটনা ঘটলো।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ৩টি এম-১৬ রাইফেল, একটি বন্দুক, কার্তুজ ও অন্যান্য সামরিক উপকরণ উদ্ধার করেছে।

১৯৬৭ সালের ৬ দিনব্যাপী যুদ্ধে জয়লাভের পর থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে আছে। 

এ বছর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে অন্তত ২০১ ফিলিস্তিনি ও ২৭ ইসরায়েলি নিহত হয়েছেন। সূত্র: ডেইলি সাবাহ

পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ অঞ্চলে ৪ লাখ ৯০ হাজার ইসরায়েলি বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news