মণিপুরকাণ্ডে অবশেষে তিন মাস পর চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

প্রায় তিন মাস পর মঙ্গলবার গভীর রাতে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ সরকারকে চিঠি পাঠানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ, সেই রাজ্যে যাতে আর কোনও সহিংসতার ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে সরকারকে। 

 প্রায় এক সপ্তাহ আগে ঘটে যাওয়া মালদহের বামনগোলায় দুই মহিলা নির্যাতনের ঘটনাতে মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। দু’সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৩ মে ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয় মণিপুরে। সে দিন রাত থেকেই বিভিন্ন এলাকায় জনজাতি গোষ্ঠীভুক্ত কুকিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সংঘর্ষ শুরু হয়। দু’সম্প্রদায়েরই বহু মহিলা নির্যাতনের শিকার হন বলে অভিযোগ উঠেছে। 

মণিপুরকাণ্ডে বার বার মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি করেছে ভারতের বিরোধী দলগুলো। সেই দাবির প্রেক্ষিতে অবশেষে মঙ্গলবার সে রাজ্যের সরকারকে চিঠি পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।
মানবাধিকার কমিশনের পাঠানো চিঠিতে মণিপুরের সরকারকে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন সম্পর্কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনের প্যানেল বলেছে, ‘মানবাধিকার লঙ্ঘনের ফলে আর কোনও সহিংসতার ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে সরকারকে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news